ছবি: সিলেটভিউ
কুয়েত থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে বড় একটা অংশ ভূমিকা রাখছে গাড়ি মেকানিক্যাল, ডেন্টিং ও প্রিন্টিংয়ের কাজে নিয়োজিত প্রবাসী মেকানিকরা।
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এ দেশটিতে গাড়ির মেকানিক্যাল গ্যারেজে বাংলাদেশি শ্রমিকদের চাহিদাও বেশি। তাই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ পেশা। ভালো কাজ জানা থাকলে এ পেশায় বেতনও বেশি।প্রবাসী-অধ্যুষিত ইন্ডাস্ট্রি এরিয়া শুয়েককে প্রায় বাংলাদেশী মালিকানা এক হাজারের বেশি গাড়ির গ্যারেজ রয়েছে।
কুয়েতের বিভিন্ন ইন্ডাস্ট্রি এলাকাগুলোতে আধিপত্য বিস্তার করছেন বাংলাদেশিদের বিশাল একটি অংশ।বর্তমান অবস্থা ধরে রাখা গেলে বাংলাদেশের অর্থনীতিতে আরও ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন প্রবাসীরা।তবে আকামা পরিবর্তনের সুযোগ না থাকা এবং অন্যদিকে ভিসার ধরন না বুঝেই কুয়েতে চলে আসায় বিপাকে পড়তে হচ্ছে প্রবাসীদের। কাজ জানা সত্ত্বেও অনেকে আকামা জটিলতার কারণে চাহিদা মেটাতে পারছেন না বাংলাদেশী মেকানিকরা।এ কাজে বাংলাদেশীদের ২০২৫ সালে নতুন শ্রমবাজার খোলার কারণে অনেক দক্ষ গাড়ি মেকানিক আসতে পারবেন কুয়েতে নতুন ভিসা নিয়ে। কুয়েতিদের কাছেও দিন দিন জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি মেকানিক।
সিলেটভিউ২৪ডটকম/ আলাল/ এহিয়া