মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 


গ্রেপ্তারকৃতরা হলেন, ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কায়সার আহমেদ (৫২), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মন্ডল (৫০), তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কেব্বত আলী (৬০), ফুকুরহাটি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন (৬০), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাদল কুমার সরকার (৫৫), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর ইসলাম (৪০), ধানকোড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শুভ (২২) কে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ। 

 

থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ও ৬০/৭০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, মামলায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়। 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/সানি