ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। যারা নিয়োগকর্তার অধীনে ‘ব্লকড ওয়ার্ক ভিসা’র আওতায় ছিলেন, তাদের জন্য ভিসা নবায়ন ও নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ সহজ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

 


বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ চাকরির ভিসা নবায়ন ও নতুন নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের ক্ষেত্রে এখন আর কোনো ধরনের আর্থিক জরিমানা (মাসিক বা অন্যান্য) আরোপ করা হবে না। এমনকি পূর্ববর্তী নিয়োগকর্তার অনুমতিরও আর প্রয়োজন নেই। এটি প্রবাসীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল।

 

নতুন নিয়োগকর্তা ওমানের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সনদ সেন্টারের মাধ্যমে অনলাইনে আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে ভিসা পরিবর্তনের অনুমোদন পাওয়া যাবে। অনুমতিপত্র হাতে পেয়ে কর্মী ও নতুন নিয়োগকর্তা একসঙ্গে লেবার কোর্টে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/সানি