মেট্রোপলিটন ইউনিভার্সিটির অন্যতম সাংস্কৃতিক সংগঠন ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব ২০২৫ সালের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। সম্প্রতি এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তানভীর মাহমুদ অভি। তিনি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী।


 সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন রবিন চক্রবর্তী। তিনি আইন ও বিচার বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

নতুন কমিটির সদস্যদের মধ্যে সংগঠনের বিভিন্ন শাখার দায়িত্বে ২১৮ জন প্রতিভাবান শিক্ষার্থী রয়েছেন। তারা সংগঠনের সৃষ্টিশীলতা ও সংগীতময় যাত্রাকে আরও বেগবান করতে অঙ্গীকারবদ্ধ বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ফ্লেইমস মিউজিক্যাল ক্লাবের শুরু থেকেই মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে ক্লাবটি আরও নানামুখী কর্মসূচি ও ইভেন্ট আয়োজনের মাধ্যমে এগিয়ে যাবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে