মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে ‘ডেভেলপিং রিসার্চ: ইনসাইট অন ট্রাভার্সিং সোর্সেস, থিওরিজ অ্যান্ড এথিক্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাহেলী পারভীন দীপা।


বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দা মালিহার সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা। অন্যান্যদের মধ্যে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অনিক বিশ্বাস, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত সুপার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সেমিনারে ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে গবেষণার বিভিন্ন দিক, উৎস সংগ্রহ, তাত্ত্বিক কাঠামো এবং নৈতিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা গবেষণায় উৎস ব্যবহারের কৌশল ও গবেষণার নৈতিক দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে