ছবি: সংগৃহীত

গ্যারেজটি পরিত্যাক্ত। এতদিন ওই অবস্থায়ই পড়েছিল। তবে সেটি যে মাদকের আড়ৎ হিসাবে ব্যবহার হচ্ছিল তা জানা গেল ‍পুলিশের বিশেষ অভিযানে।

 


হবিগঞ্জের মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্যারেজে অভিযান চালিয়ে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার সাবেক পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন পরিত্যক্ত একটি গ্যারেজে এ অভিযান চালানো হয়।

 

অভিযানটি পরিচালনা করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত গ্যারেজের ভেতর থেকে মোট ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা জানান, গাঁজা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এটি কারা এখানে মজুদ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম/শামিম/ইকে