বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ‘জাতীয় নির্বাচনের বিলম্বিত করতে কিছু মহল কাজ করছে। প্রধান উপদেষ্টার প্রতি আহবান তাদের প্ররোচনায় না পরে দ্রুত নির্বাচন আয়োজন করেন।’
শনিবার বিকালে সিলেটের একটি কনভেনশন হলে জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও শহীদ স্মরণ সভা অনুষ্ঠানে এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ‘দেশের মানুষ এখনও জিয়াউর রহমানের নামে ভোট দেয়। থার্মোমিটার দিয়ে মাপা হলেও দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জিয়াউর রহমান।’
তিনি আরও বলেন, ‘৭৫ সালে শেখ মুজিবুর দেশটাকে ধ্বংস করে দিয়েছিলো। গত ১৭ বছরে এমন কোন সেক্টর নেই যে শেখ হাসিনা ধ্বংস করে নাই।’
পুশইন নিয়ে তিনি বলেন, ‘ভারত পুশইনের মাধ্যমে গোয়েন্দা পাঠাচ্ছে কি না সেটা কি আমরা যানি। নির্বাচিত সরকার থাকলে এগুলো সম্ভব হতো না। বিএনপি জনগণের জন্য নির্বাচন চায়, ক্ষমতার জন্য নয়।’
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত/ এহিয়া