বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের ওল্ডহাম শাখার উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা’ অনুষ্ঠিত হয়েছে। ওল্ডহামের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ‘ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা’য় বক্তারা ১৯৭১ সালের সকল শহীদ মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীদেরকে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে।


যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা যুবনেতা আখলাকুর রহমান চৌধুরী রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- যুবনেতা আবিদুল ইসলাম আরজু, সুমন মিয়া, নজরুল ইসলাম চৌধুরী, আবজাল খান, আব্দুল কাদির, ফারুক মিয়া, বাবুল মিয়া, আব্দুল কাইয়ুম, সাইফুল ইসলাম, আবদুল কাদের, আবদুল মজিদ, শাহ ময়নুল ইসলাম, ফয়জুল ইসলাম। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শাহীন আহমেদ।



সভার সভাপতির বক্তব্যে শাহ তাজুল ইসলাম যুবদলর ঐক্য ও সংগ্রামের ধারা তুলে ধরেন ও ওল্ডহ‍াম যুবদলকে একটি শক্তিশালী যুবদলে রূপান্তরিত করতে যুক্তরাজ্য যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি অনুরোধ করে বলেন, তাহারা যেনো ওল্ডহ‍াম যুবদলের ত‍্যাগী ও নির্যাতিত কর্মীদেরকে ওল্ডহাম যুবদলর দায়িত্ব প্রদান করেন। এছাড়া তিনি সিলেটের কোটি মানুষের জননেতা এম. ইলিয়াস আলীকে দ্রæত অক্ষত অবস্থায় জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।


ঈদের আনন্দ, রাজনৈতিক অঙ্গীকার এবং ঐক্যবদ্ধভাবে আগামীর পথচলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইসলাম উদ্দিন, লাল মিয়া, হুসেইন আহমদ, আব্দুল মুক্তাদির, আনোয়ার হুসেন, মইন উদ্দিন, সাইকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রিয়াজুল ইসলাম, সেবুল রহমান, আদিল রহমান, সিহাব আহমদ, সাকিল আরিফ, সাইফুল আলম, এনাম আহমেদ, সাহীন আলী, আব্দুল্লাহ মারুফ, হাসান আহমদ, সাহেল খান, মান্নান মিয়া, সেবুল মিয়া, সাইফুল মিয়া, জুয়েল আহমদ, ছালিক মিয়া, তফাজ্জল হক, নূরুল আলম, সাইফুল ইসলাম, রুবেল খান, মুক্তাদির আহমদ, ইফতেখার হোসেন, শাহ জয়নুল, পারভেজ আলম, আবিদ মিয়া, বদরুল উল্লাহ প্রমুখ।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ প্রনঞ্জয়/ এহিয়া