ছবি: সংগৃহীত
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’।
শনিবার (৫ জুলাই) ব্রাক্ষমুহুর্ত হইতে শ্রীশ্রী জগন্নাথদেবের আবাহন ও পূজার্চ্চনার মাধ্যমে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ সম্পন্ন হয়েছে। রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে গ্রহন করা হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
বিশ্বনাথ পৌর শহরে জানাইয়া (মশুল্লা) গ্রামস্থ ‘বিশ্বরূপ মডেল মন্দির’ প্রাঙ্গন থেকে ‘জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদ’র উদ্যোগে ৪র্থ বারের মতো ‘রথযাত্রা ও উল্টো রথযাত্রা’ পালনের মধ্য দিয়ে ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ পালন করা হয়েছে। ‘রথযাত্রা ও উল্টো রথযাত্রা’ ব্যাপক উৎসাহ উদ্দিপনার সাথে বিপুল সংখ্যাক সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহন করেন। উল্টো রথযাত্রার রথ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘বিশ্বরূপ মডেল মন্দির’ গিয়ে শেষ হয়।
এছাড়া উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামে, খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামে ও বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামে ‘রথযাত্রা ও উল্টো রথযাত্রা’র মধ্য দিয়ে ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ পালন করা হয়েছে।
উল্টো রথযাত্রার রথ পরিক্রমায় উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। উল্টো রথযাত্রার রথ পরিক্রমাকালে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের পরিচালক রমা কান্ত দে’সহ সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/ইকে