প্রকাশিত: ২৮ জুলাই, ২০২১ ০৯:৪৫ (বুধবার)
রাজনগরে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসির পরিদর্শন

রাজনগর প্রতিনিধি:: মৌলভীবাজারের রাজনগরে করোনা ভাইরাস (কভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলা ও জনসচেতনতামূলক প্রচারণায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খাইরুল বাশার।

মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় কয়েকটি নিত্যপ্রয়োজনীয় দোকানে স্বাস্থ্যবিধি মানা ও জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন তিনি।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ সেরাফ উদ্দিন খান, কর্নেল তৌফিক হামিদ, মেজর মাহমুদুল হাসান এবং ক্যাপ্টেন সামিয়া।

এ উপজেলায় করোনা ভাইরাস ( কভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলা ও জনসচেতনতা মূলক প্রচারণায় সেনাবাহিনী কর্তৃক কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ এআরএস/ কেআরএস-২