প্রকাশিত: ২৮ জুলাই, ২০২১ ২০:৫৭ (শুক্রবার)
সিলেটের তিন ল্যাবে আরো ২৯৮ জনের করোনা শনাক্ত

সিলেটে দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। সিলেটে বুধবার একদিনে ২৯৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের এন্টিজেন ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, বুধবার ওসমানীর ল্যাবে ২২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

আর, সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এছাড়া, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের এন্টিজেন ল্যাবে ৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৬