প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২১ ১৭:১১ (শনিবার)
ছাতকে ১ শ পরিবারে আল আব্বাস পাঠাগারের ত্রাণসহায়তা

করোনাকালীন লকডাউনে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাতকের আল আব্বাস পাঠাগার। দুই দফায় কর্মবঞ্চিত ১ শ'টি পরিবারে চাল-ডাল-তেল দিয়ে ত্রাণসহায়তা করেছে পাঠাগারটি।

গত বৃহস্পতিবার ছাতকের ইসলামপুর ইউনিয়নের গাংপার নোয়াকোট গ্রামে দ্বিতীয় দফায় এ কর্মসূচি পালন করা হয়। এর আগে গত ৭ জুলাই প্রথম দফায় চাল-ডাল বিতরণ করে পাঠাগারটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংপার নোয়াকোট গ্রামের বিশিষ্ট মুরব্বি ওয়াজেদ আলী, আল আব্বাস পাঠাগারের পরিচালক হাফিজ মুবাশ্বির আহমদ, পাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক ও সাংবাদিক ফায়যুর রাহমান, গাংপার নোয়াকোট গ্রামের মুরব্বি ইসকন্দর আলী, আশরাফ আলী ও তরুণ সমাজসেবী আফতাব আলী।

আল আব্বাস পাঠাগারের পরিচালক হাফিজ মুবাশ্বির আহমদ বলেন, পাঠাগার শুধু বইপড়া কর্মসূচি নয়, সামাজিক প্রয়োজনে মানবিক কর্মসূচিও পালন করতে পারে। তাই করোনাকালীন দুর্যোগে আমরা মানবিক কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের আত্মীয়স্বজনের আর্থিক সহায়তায় এ কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।


সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / ডালিম