প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২১ ১৪:২৩ (মঙ্গলবার)
হবিগঞ্জে কালী মন্দিরে ভাঙচুর

হবিগঞ্জের লাখাইয়ে অস্থায়ী একটি কালী মন্দিরে ভাঙচুর হয়েছে। ভেঙে ফেলা হয়েছে দুটি প্রতিমা।

উপজেলার মোড়াকরি গ্রামের দাসপাড়া বিশ্বাস হাটির কালী মন্দিরটিতে শুক্রবার রাত ৯টার দিকে ভাঙচুর হয় বলে জানান স্থানীয়রা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

বিষয়টি নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসনের তৎপর থাকায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পরলে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, ওসি (তদন্ত) মহিউদ্দিন সুমন, মোড়াকরি ইউপি চেয়ারম্যান ফয়সল মোল্লা ও লাখাই পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণেশ গোস্বামীসহ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

লাখাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণেশ গোস্বামী বলেন, ‘মোড়াকরি গ্রামের দাসপাড়া বিশ্বাস হাটিতে অস্থায়ী একটি কালী মন্দিরের দুটি মূর্তি কে বা কারা ভেঙে দেয়। দুর্বৃত্তরা মূর্তি দুটিকে টেনে মাটি ফেলে দেয়। তবে মূর্তি দুটির বেশি ক্ষতি হয়নি।’

স্থানীয় মোড়াকরি ইউপি চেয়ারম্যান ফয়সল মোল্লা জানান, ‘বিশ্বাস হাটিতে কালী মন্দিরের ভেতরে দুটি মূর্তি কে বা কারা মাটিতে উল্টে ফেলে দিয়েছে। বিষয়টি দেখার পর গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।’

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মহিউদ্দিন সুমন বলেন, ‘মূর্তি ফেলে দেয়ার বিষয়টি জানার পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ড হাজং বলেন, ‘আমি সরেজমিনে গিয়ে ঘটনাস্থল দেখে এসেছি। সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

 

সিলেটভিউ২৪ডটকম/কেএস/এসডি-১