প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২১ ১৯:১৩ (শনিবার)
'ওমিক্রন সংক্রমিত দেশ থেকে এই মুহূর্তে ফেরার দরকার নেই'

আফ্রিকা ও ইউরোপের যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে সেসব দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আপাতত দেশে না ফেরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রবাসী ভাই-বোনেরা আপনারা যারা দক্ষিণ আফ্রিকায় আছেন বা ইউরোপের যেসব দেশগুলোতে, যেখানে ওমিক্রনের ভ্যারিয়েন্টটি অধিক সংখ্যায় শনাক্ত হচ্ছে- তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা ভ্রমণ পরিকল্পনা আপাতত স্থগিত রাখুন।

তিনি বলেন, আমরা পরিস্থিতির সঙ্গে মিল রেখে আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। বন্দরগুলোতে আমরা সতর্কতা দিয়েছি। কোয়ারেন্টিনের বিধি-নিষেধ শিথিল করা হয়েছিল সেটি আর শিথিল নেই। কোয়ারেন্টিনের বিধি-নিষেধ আমরা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দিয়েছি।

তিনি আরো বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে যারা এসেছেন স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি, তাদের চিহ্নিত করছি। যাদের পরীক্ষার দরকার তাদের পরীক্ষা করছি। সামগ্রিকভাবে এই মুহূর্ত পর্যন্ত সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে তিনি সকলকে জানান।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৬