প্রকাশিত: ২৮ মে, ২০২২ ২২:০৩ (মঙ্গলবার)
এবার ফ্রান্স আর জার্মানিকে সতর্ক করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় শনিবার সকালে ফান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে কথা বলেছেন। এ সময় পুতিন ইউক্রেনে অস্ত্র পাঠানোর জন্য তাদের সতর্ক করেছেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন দুই নেতাকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা ‘বিপজ্জনক’। 

তাদের ‘পরিস্থিতির আরও অস্থিতিশীলতা এবং মানবিক সঙ্কট বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে’ও সতর্ক করে দিয়েছেন পুতিন। 

ক্রেমলিন আরও জানিয়েছে, ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য পাঠানোর উপায় খুঁজতে মস্কো প্রস্তুত বলে তাদের জানিয়েছেন পুতিন। 

পুতিন বলেন, রাশিয়ান সার এবং কৃষি পণ্যের সরবরাহ বৃদ্ধি বিশ্বব্যাপী খাদ্য বাজারে অস্থিরতা কমাতে সাহায্য করবে। তবে সেজন্য অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 

ক্রেমলিন বলেছে, দুই নেতার সঙ্গে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার আলোচনার প্রতি ‘বিশেষভাবে জোর’ দেওয়া হয়। ইউক্রেনের দোষে ওই আলোচনা স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১১