প্রকাশিত: ২৫ জুন, ২০২২ ১৩:০৪ (বুধবার)
বন্যার্তদের পাশে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে দাঁড়িয়েঠের সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উৎসাহে শিক্ষার্থীরা ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষের কাছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলা ভয়াল বন্যার কবলে পড়ার পর থেকে এখন অবধি কয়েক হাজার বন্যার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাব, সিএসই সোসাইটি, ইংলিশ সোসাইটি, ল’ স্টুডেন্টস ফোরাম ও ল’ ক্লিনিক, বিজনেস স্টুডেন্টস ফোরাম, বন্ধুসভাসহ শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন পৃথকভাবে ত্রাণ নিয়ে বিভিন্ন উপজেলায় ছুটে গেছে। এর বাইরে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ এবং অনেক শিক্ষার্থী নিজ উদ্যোগে বানভাসীদের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীরা চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, শিশুখাদ্য, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিশুদ্ধ খাবার পানি প্রভৃতি বিতরণে বেশি গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন স্থানে রান্না করা খাবারও বিতরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘মানবিক কর্মকাণ্ডকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি। আমাদের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা চেষ্টা করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, আমাদের শিক্ষার্থীরাও তেমনি এগিয়ে গেছে মানবতার সহায়তায়।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে