প্রকাশিত: ২৭ জুন, ২০২২ ১৯:৪০ (শুক্রবার)
কুলাউড়ায় পাঁচ শতাধিক বানভাসির পাশে নিঃস্ব সহায়ক সংস্থা

স্বরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে নিঃস্ব সহায়ক সংস্থা।

 

সোমবার সকালে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর, মিরশংকরপুর, উত্তর সাদিপুর, কুরবানপুর, মহিষাগিরি, মদনগৌরি, বড়দল, কালিহাতি, ভূকশিমইল ও শশারকান্দি গ্রামের পাঁচ শতাধিক বানভাসি পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

 

নিঃস্ব সহায়ক সংস্থার কো-অডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়দের নেতৃত্বে ত্রাণ বিতরণকাজে উপস্থিত ছিলেন- সংস্থার সদস্য গোলাম মাওলা চৌধুরী দোহা, ভূকশিমইল ইউনিয়নের আব্দুল কাদির পাক্কুল, স্থানীয় সমাজসেবাক আশরাফ উদ্দিন, সেচ্ছাসেবক দিদার, রাজু ও সৈয়দ নাবিল প্রমুখ।

 

ত্রাণসামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান, খাবার সেলাইন, নাপা ট্যাবলেট ও বিশুদ্ধ পানি দেওয়া হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-২৬