প্রকাশিত: ৩০ জুন, ২০২২ ১৮:১৫ (মঙ্গলবার)
‌‘শুদ্ধাচার’ পুরস্কার পেলেন কুলাউড়ার ইউএনও ফরহাদ

মৌলভীবাজার জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হয়েছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী।

 

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের হাত থেকে তিনি এ শ্রেষ্ঠত্বের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন।

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা অনুযায়ী জেলা পর্যায়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী ২০২১-২২ইং অর্থ বছরের এই শুদ্ধাচার পুরস্কার লাভ করেন।

 

উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষদের শুভেচ্ছা জানিয়ে ইউএনও ফরহাদ বলেন, আমি প্রথমেই মহান আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিষ্ঠার সঙ্গে যেকোনো ভালো কাজ করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার দায়িত্ববোধ থেকে অর্পিত সব কাজ সম্পন্ন করতে পারি।

 


সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১৮