প্রকাশিত: ৩০ জুলাই, ২০২২ ১৫:৪০ (মঙ্গলবার)
সামনে যতদিন যাবে গিয়ার বাড়বে : রাব্বি

উইন্ডিজ সফরে গত ১০ জুন তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করতে নেমে পিঠের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ইয়াসির আলি রাব্বি। পরে এমআরআই করানো হয়। সেখানে দেখা যায় লুম্বার স্পাইনে চোট আছে। যে কারণে পূর্ণাঙ্গ সিরিজের স্কোয়াডে থেকেও কোনো ম্যাচ না খেলেই সফর শেষ করে দেশে ফিরে আসেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। বর্তমানে চোট সারাতে লড়ছেন রাব্বি।

আজ শনিবার মিরপুরে সংবাদমাধ্যমকে রাব্বি জানিয়েছেন, রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে ফিটনেস আর মানসিক ট্রেনিং করছেন তিনি। সঙ্গে কিছুটা স্কিল অনুশীলন চলছে। আগামী মাসে হতে যাওয়া আসন্ন এশিয়া কাপ দিয়ে ফেরার লক্ষ্য তার। চোটমুক্ত হতে এখন গিয়ার ওয়ানে আছেন তিনি, সামনে এই গিয়ার আরো বাড়বে বলে জানালেন রাব্বি।

রাব্বি বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ আমি বলব আগের চেয়ে ৯০ শতাংশ ভালো। এখন ব্যাটিং করছি, রানিং করছি, আল্লাহর রহমতে এখন ব্যথা নেই। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যে পুরোদমে অনুশীলন করতে পারব।’

চোটের কারণে একাধিক সিরিজ খেলতে না পারা আক্ষেপ কি না জানতে চাইলে বললেন, ‘ওসব নিয়ে চিন্তা করছি না। আমি চিন্তা করছি যত তাড়াতাড়ি আমি পুরো ফিট হয়ে পুরোদমে ব্যাটিং করতে পারি। সব কিছুরই তো একটা প্রসেস থাকে, একদম শুরু থেকেই তো আমি টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে পারব না। এখন আসলে শুধু প্রসেসগুলো নিয়ন্ত্রণ করতেছি যেভাবে আসলে শুরু করা যায়। গিয়ার ওয়ানে আছি, সামনে যতদিন যাবে ইনশাআল্লাহ গিয়ার বাড়বে।’

টুকটাক স্কিল অনুশীলন শুরু করলেও ব্যাটিংটা এখনো যুতসই হচ্ছে না রাব্বির, ‘ব্যাটিং নিয়ে তো এরকম কাজ করতে পারছি না। দেড় মাসের মতো বসে আছি রিহ্যাব করছি। মাঠের স্কিল নিয়ে তো কাজ করতে পারছি না, মেন্টাল কিছু কাজ করছি। আপাতত লক্ষ্য হচ্ছে এশিয়া কাপের জন্য নিজেকে তৈরি রাখা।’
সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/০৭