প্রকাশিত: ০২ আগস্ট, ২০২২ ১৯:১০ (মঙ্গলবার)
সিসিকের ২৬নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন এর উদ্যোগে ও ট্রেনিং কনসালটেন্ট অ্যান্ড হাইজিন স্পেশালিস্ট ইউকে’র জামাল আহমেদ এর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সকালে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়।

 

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ট্রেনিং কনসালটেন্ট অ্যান্ড হাইজিন স্পেশালিস্ট ইউকে’র জামাল আহমেদ।

 

বক্তব্য রাখেন- ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন।

ওয়ার্ড সচিব সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরা চৌধুরী, সহকারী শিক্ষক শিল্পী মহালদার, সমাজসেবী মির্জা দুলাল আহমদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ২৬নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত মহিলাদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে ট্রেনিং কনসালটেন্ট অ্যান্ড হাইজিন স্পেশালিস্ট ইউকে’র জামাল আহমেদ বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সচেতন হতে হবে। নিজে সুস্থ থেকে অন্যদেরকে সুস্থ থাকার পরামর্শ দিতে হবে। সুস্থতা সুখের মূল। তাই সুস্থ থাকতে সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পরিষ্কর-পরিচ্ছন্ন থাকতে হবে। আপনরা অসুস্থ হয়ে সুস্থ হওয়ার চেয়ে সচেতন হওয়াটাই জরুরী। তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করলে সুন্দর ও সুখীময় জীবন গড়া সম্ভব।

 

তিনি স্বাস্থ্য সম্মত জীবন গড়তে সবাইকে সচেতন হয়ে জীবন যাপনের আহবান জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬