প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২২ ১৭:৩৫ (সোমবার)
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১২

হবিগঞ্জের লাখাইয়ে পুর্ব বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় সাইকুল ও আইকুল নামে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার করাব সিংহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

লাখাই থানার (ওসি) সাইদুল ইসলাম জানান, ওই গ্রামের আহাদ মিয়ার পুত্র ইকবাল মিয়ার সাথে দীর্ঘদিন যাবত পুর্ব বিরোধ চলে আসছিল হামিদ আলীর পুত্র সাইকুলের। এরই জেরধরে গত ৪দিন পুর্বে তাদের মধ্যে সংঘর্ষ হয়। আর এ সংঘর্ষ স্থানীয় ভাবে শালিস বৈঠকের মাধ্যমে মিমাংসা করার দিন ছিল আজ। কিন্তু শালিস বৈঠক অনুষ্ঠিত হওয়ার পুর্বেই ফের উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

এতে অন্তত ১২ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মোশারফ মিয়া (৫২), আব্দুল হাকিম (৩০), আলামা বেগম (৫০), সাইকুল মিয়া (৩৫), আইকুল মিয়া (২৫), বাইজিদ মিয়া (১৮), আব্দুল মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭