প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২২ ১৯:১২ (মঙ্গলবার)
ওসমানীনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

বাংলাদেশ শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 

বৃহস্পতিবার উপজেলার কেএ জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রশিদকে সভাপতি এবং সিকন্দরপুর আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সুত্রধরকে সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

 

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি প্রদীপ চন্দ্র ভৌমিক, সহ-সভাপতি মোঃ শামসুল হক, মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মোঃ নুরুল ইসলাম, সিকদার গোলাম কিবরিয়া, এটিএম ফখরুল ইসলাম, অতিরিক্ত সচিব মোঃ উছমান আলী, যুগ্ম সচিব  মোঃ শফিকুল ইসলাম, নেপাল চন্দ্র দেবনাথ, মো. শামসুজ্জামান, মৃদুল কান্ত দে,সাংগঠনিক সচিব মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাংগঠনিক সচিব এমরান আহমদ জায়গীরদার, অর্থ সচিব বিজয় প্রসাদ দেব,  প্রকাশনা সচিব নিলুফার ইয়াসমিন, প্রচার সচিব আব্দুল মজিদ, যুগ্ম প্রচার সচিব সঞ্জয় দেবনাথ, সাংস্কৃতিক সচিব বাসনা গুপ্ত, যুগ্ম সাংস্কৃতিক সচিব আশীষ চক্রবর্ত্তী, সমাজকল্যাণ সচিব মোঃ মহসীন আলী, যুগ্ম সমাজ কল্যাণ সচিব আরিফ আহমদ, দপ্তর সচিব মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম দপ্তর সচিব বিজয় কুমার দে, শিক্ষা বিষয়ক সচিব মোঃ ইলিয়াছ মিয়া, যুগ্ম শিক্ষা বিষয়ক সচিব গৌতম তালুকদার, মহিলা বিষয়ক সচিব আফরোজা পারভীন, যুগ্ম মহিলা বিষয়ক সচিব আছমা বেগম, গণসংযোগ সচিব হারুন-অর রশিদ, যুগ্ম গণসংযোগ সচিব আনোয়ারুল ইসলাম।

 

এছাড়া ৬ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

 

মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছকে প্রধান উপদেষ্টা করে গঠিত ছয় সদস্যের উপদেষ্টা কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার ঘোষ, হেলেন বেগম চৌধুরী, প্রধান শিক্ষক রনধীর মোহন দেব, সানা উল্লাহ এবং নজরুল ইসলাম।

 

কমিটির সদস্যরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন কমিটির সচিব রিপন সূত্রধর।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮