প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৩১ (মঙ্গলবার)
গোলাপগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক - সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকসহ সকল শ্রেণীর পেশার জনগণকে নিয়ে সামাজিক সম্প্রীতি র‌্যালি,  সম্পীতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সম্প্রীতি কমিটির উদ্দ্যোগে র‌্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মান্নান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর সাফি চৌধুরী এলিম।

 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল পরিত্রাণ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের সুপার মোঃ আবদুল আহাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তী দাস।

 

স্বাগত বক্তব্যে রাখেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ চৌধুরী।

 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর।

 

এছাড়া ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক- সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক সহ সকল শ্রেণীর পেশার জনগণ উপস্থিত ছিলেন। 

 


সিলেটভিউ২৪ডটকম/এনাম/এসডি-১৯