প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২২ ২২:২৮ (শনিবার)
কুলাউড়ায় মণ্ডপ পরিদর্শনে ওসি

মৌলভীবাজারের কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

 

রবিবার (২ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

 

পরিদর্শনকালে ওসি বলেন, কুলাউড়ায় এবার ২১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ সকল পূজামণ্ডপ ঘিরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে রাখা হয়েছে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বলয়। অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে।

 

কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ওসি।

 

পরিদর্শনকালে তার সাথে ছিলেন এসআই এনামুল হকসহ পুলিশ ফোর্স।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-২৮