প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২২ ১৬:৩০ (বুধবার)
হবিগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়ি আটক

হবিগঞ্জের বানিয়াচংয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব।

 

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মোকামহাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাদেরকে আলতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

আটককৃতরা হল- যাত্রাপাশা গ্রামের মৃত ছিফত মিয়ার পুত্র বেনু মিয়া (২৬), দক্ষিণ যাত্রাপাশা গ্রামের ফুল মিয়ার পুত্র রাহিদুল মিয়া (২২), একই গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র মজিবুর মিয়া (২৫), আবদাল মিয়ার পুত্র সুহেল মিয়া (৩৪), ভুট্রু রবিদাসের পুত্র গোপাল দাস (২০) ও মৃত চান মিয়ার পুত্র জিসান আহমেদ সুমন (২১)।

 

ওসি জানান, আটককৃতরা হল এলাকার চিহ্নিত জুয়াড়ি। তাদেরকে জুয়া খেলার তাস, ৫ হাজার ৬শত ৪০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে।

 

তিনি বলেন, মাদক জুয়াসহ অপরাধমূলক কর্মকান্ডরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৭