প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২২ ১৬:২০ (মঙ্গলবার)
শেখ মনির জন্মদিনে সিলেট মহানগর যুবলীগের দোয়া মাহফিল সম্পন্ন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৪ ডিসেম্বর) বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজারের মসজিদ প্রাঙ্গণে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

 

মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যুব সমাজকে নেতৃত্ব শিখিয়েছেন। যুগে যুগে তার মতো নেতার প্রয়োজন রয়েছে।

 

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নিহত হন শেখ মনি। আজ এই দিনে আমরা শহীদ শেখ ফজলুল হক মনি ও আরজু মনি সহ ১৯৭৫ই ১৫ আগস্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করি।

 

পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন।

 

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবলীগ নেতা ফয়সল আজাদ খান, ফারুক ইসলাম ফারুক, জহিরুল ইসলাম রিপন, রুপম আহমদ, মোসাদ্দেক নবী, নুর আলী, সাকারিয়া হোসেন সাকির, আজাদ উদ্দিন, নুরুজ্জামান, আবির হাসান রানা, আব্দুল কাদির ইমন, মাসুক মিয়া, এইচ আর সুমন, হিবজুর রহমান, রায়হান আহমদ, শরীফ আহমদ, সিজান খান, আব্দুল্লাহ জাহেদ, মোবারক হোসেন, সুমন চৌধুরী, মিন্নত আলী, তারেক আহমদ পাপ্পু, ইব্রাহিম আহমদ জেসি, মহানগর ছাত্রলীগ নেতা সুলতান আহমদ, দেবাশীষ দেবা প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০