প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২২ ২০:৪৪ (বুধবার)
মোটরসাইকেল খাদে পড়ে স্কয়ার কোম্পানির বিক্রয় কর্মকর্তার মৃত্যু

সিলেটের বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেট কোম্পানির বিক্রয় কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুভাস চন্দ্র ঘোষ স্কয়ার ফুড কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সারপার থেকে একটি ডিসকোভার মোটরসাইকেলযোগে সুভাষ ও আরেকজন বিয়ানীবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে  মুড়িয়া ইউনিয়নের তাজপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুভাস চন্দ্র ঘোষ মারা যান।

পথচারীরা তাকে ও মোটরসাইকেল আরোহী অপরজনকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুভাষকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় অপরআরোহীকে সিলেটে প্রেরণ করা হয়।

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। 


সিলেটভিউ২৪ডটকম / আবু তাহের / ডি.আর