প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৩ ১৫:২৪ (বুধবার)
স্তব্ধ কুলাউড়া, একই পরিবারের তিনজনের লাশের অপেক্ষা

সড়ক দুর্ঘটনায় নিহত চারজন।

হবিগঞ্জের মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়কের বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত কুলাউড়ার প্রবাসী পরিবারের শিশুসহ ৫ জনের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। বাড়িতে দুটি লাশ এলেও তিনটির অপেক্ষায় রয়েছেন স্বজনসহ এলাকাবাসীরা।

নিহতদের আত্মীয় আশরাফুল মামুন সিলেটভিউ-কে জানান, ইতোমধ্যে দুটি লাশ বাড়িতে এসেছে। বাকি তিনটি লাশ সন্ধ্যার মধ্যে বাড়িতে আনার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, সবগুলো লাশ আসার পর দাফনের প্রস্তুতি নেয়া হবে।

উল্লেখ্য, আজ শনিবার (৭ জানুয়ারি) ভোরে মালয়েশিয়া প্রবাসী ছেলেকে ঢাকা বিমানন্দর থেকে মাইক্রোবাসযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়িতে নিয়ে আসার সময় প্রবাসী রাজু ও তার পরিবারের সদস্যরা মাধবপুরের নোয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক ও দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় প্রবাসী রাজুর ভগ্নীপতি আব্দুস সালাম (৩২), তার বোন সাদিয়া (২১), ভাগ্নি হাবিবা (২) ছোটভাই সিহাব (১৩) ও গাড়িচালক পৃথিমপাশার সাদির ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত হন প্রবাসী রাজু (২৯), তার পিতা নুরুল ইসলাম (৫০) ও চাচাতো ভাই নিশাত (১৮)।


সিলেটভিউ২৪ডটকম / অনি / ডি.আর