প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৩ ২০:০৮ (সোমবার)
নওয়াগাওঁ আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন শীগ্রই: প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি লক্ষ লক্ষ ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল মানুষকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় এনেছেন। সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর এককভাবে দিচ্ছেন। জমিসহ ঘরের মালিকানা পেয়ে তারা অর্থনৈতিক উন্নয়নে অংশ নিচ্ছেন এবং ভূমিকা রাখছেন।
 

শুক্রবার (৩ মার্চ) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নওয়াগাওঁ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে কালে মন্ত্রী এসব কথা বলেন।
 

এসময় সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করতে হবে।
 

সিলেট জেলা পুলিশ সুপার প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সেলিম আহমদ বলেন, নওয়াগাওঁ আশ্রায়ন প্রকল্পের গৃহ নির্মাণ কাজ শেষ হয়েছে এবং দ্রুতই প্রধানমন্ত্রী এগুলো হস্তান্তর করবেন বলে আমরা প্রত্যাশা করছি।
 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, প্রকল্পটি গৃহহীনদের গৃহ প্রদানের পাশাপাশি দুই শতক জমির মালিকানা, সুপেয় পানি, বিদ্যুৎ, স্যানিটেশন সুবিধাসহ উন্নত জীবন যাপনের সুযোগ করে দেয়া হচ্ছে। আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার- এ প্রতিপাদ্যকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে নওয়াগাওঁ ১০০ টি পরিবার নিয়ে এ আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
 

এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মদরিছ আলী, নাছির উদ্দীন, ইউনিয়ন পরিষদের সদস্য জালাল উদ্দীন প্রমুখ।
 


সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-১৮