প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৩ ১৯:৪২ (বুধবার)
শিক্ষার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে: মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এক সময় শিক্ষাক্ষেত্রে অগ্রগণ্য সিলেট অঞ্চল এখন শিক্ষায় অনেকে পিছিয়ে পড়েছে। সিলেটের শিক্ষার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 

শনিবার (৪ মার্চ) দুপুরে নগরভবন সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

সভায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, একসময় শিক্ষাদীক্ষাসহ সকল ক্ষেত্রে সিলেটের ঐতিহ্য ছিল। কিন্তু বর্তমানে শিক্ষা ক্ষেত্রে সিলেট সারাদেশের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে। সিলেটের একজন নাগরিক হিসেবে আমাকে বিষয়টি খুব ভাবায়। সকলের সহযোগিতায় সিলেটের শিক্ষার হার ও মান বৃদ্ধিতে কাজ করতে চাই। এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সকলের সহযোগিতা কামনা করেন সিসিক মেয়র।
 

সিটি কর্পোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ'র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক প্রধান পরামর্শক প্রফেসর মুহ: হায়াতুল ইসলাম আকঞ্জি, শিক্ষা বিষয়ক পরামর্শক অনিল কৃষ্ণ মজুমদার, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় ভূষণ ধর, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ, সিটি বেবী কেয়ার একাডেমীর সিনিয়র শিক্ষক দেওয়ান মতিউন নাহার, বর্ণমালা সিটি একাডেমীর সিনিয়র শিক্ষক অনিতা রানী দাশ তালুকদার প্রমুখ।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭