প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৩ ১৯:৩৪ (রবিবার)
২০২৩ সালে রোহিঙ্গাদের জন্য খরচ ৮৭৬ মিলিয়ন ডলার

প্রতি বছরের মতো জাতিসংঘের জেনেভা কার্যালয় থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগণের দেখভালে বার্ষিক খরচের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ২০২৩ সালে ১৪ লাখ মানুষের জন্যে খরচ হবে ৮৭৬ মিলিয়ন ডলার। এর মধ্যে ৮০৮ মিলিয়ন ডলার কক্সবাজারে এবং বাকি ৬৮ মিলিয়ন খরচ হবে ভাষানচরে।

 

সবেচেয়ে বেশি বরাদ্দ রয়েছে খাদ্য নিরাপত্তায়। কক্সবাজারের ক্যাম্পগুলোতে এখাতে লাগবে ২৩৪ দশমিক ৮ মিলিয়ন ডলার। আশ্রয়খাতে ১৬০ দশমিক ৭ মিলিয়ন, স্বাস্থ্যে ৯৭ দশমিক ৩ , পানি ও স্যানিটেশনে ৭৮ দশমিক ৮, নিরাপত্তায় ৭৬ দশমিক ৬, শিক্ষায় ৭১ এবং পুষ্টির জন্য বরাদ্দ ৪০ মিলিয়ন ডলার। এছাড়া, অন্যান্য খাতে ধরা হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার।

২০২৩ সালের জাতিসংঘের জয়েন্ট রেসপন্স প্ল্যানে ভাষানচরের রোহিঙ্গাদের জন্য আলাদাভাবে ৮টি খাতে খরচ ধরা হয়েছে, ৬৭.৪ মিলিয়ন ডলার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, বিশ্বজুড়ে নানান ঘটনা প্রবাহের কারণে রোহিঙ্গাদের জন্যে অর্থায়ন কমছে।

আগামী ৭ মার্চ জেনেভায় এই খরচের তালিকা ঘোষণা হওয়ার কথা রয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৬