প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৩ ২১:১০ (সোমবার)
দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : এমপি হাবিব

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
 

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
 

রবিবার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি কথাগুলো বলেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রেজাউল ইসলাম ও মো. ফাহিমুজ্জামানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন।
 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, নেছার আলী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও  সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কফিল আহমদ চৌধুরী, সিলাম ওয়েলফেয়ার টাষ্ট ইউকে'র ভাইস চেয়ারম্যান আক্তার নিজামি, সাধারণ সম্পাদক শাহ্ হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক লাকী নিজামি, যুক্তরাজ্য প্রবাসী শওকত আলী বাবুল, বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক কাজী লুতফুর রহমান, সৌদি প্রবাসী দুলাল আহমদ, স্পেন প্রবাসী কামরুজ্জামান কামরান, সমাজসেবী রুয়েল খন্দকার, শফিকুল হক মেম্বার, ইউপি  সদস্য সাদিক মিয়া, তরুণ সমাজসেবী ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য শাহ্ টিপু সুলতান।
 

উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সদস্য আবুল হোসেন বখত, শামীম আহমদ, শাহ্ দুলাল উদ্দিন, আমিনুল ইসলাম মাছুম মেম্বার, তরুণ সমাজসেবী ওমর ফারুক ফরহাদ, আব্দুর রহমান, জায়েদ আহমদ, সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ, বিদ্যালয় সহকারী শিক্ষক জেবুন্নাহার বেগম, তাহমিনা বেগম, মো. মাহবুবুর রহমান, মোঃ হাফিজ মিয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন , মোঃ আবুল কালাম , কৃষ্ণা ভট্রাচার্য্য, মাহিয়া রহমান শিমু, মোঃ ফাহিমুজ্জামান, আনিকা ইসলাম, মোঃ মিজানুর রহমান , মুনির উদ্দিন, বিদ্যালয়ের অফিস সহকারী মনির আহমদ, কনক দেব প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০