প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৩ ১৪:৪৯ (সোমবার)
পূর্ব শত্রুতার জেরে তেররতন এলাকায় যুবককে মারধর

সিলেট মহানগরীর পশ্চিম তেররতন এলাকায় পূর্ব শত্রুতার জেরে জাহাঙ্গীর আলম (২০) নামের এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর তেররতন বড় মিয়ার কলোনির ভাড়াটিয়া আমির উদ্দিনের ছেলে।

 

পুলিশ সূত্রে জান যায়, সবজি বিক্রেতা জাহাঙ্গীর আলম সাথে পূর্ব শত্রুতা ছিল সজিব এবং সাত্তার নামের দুইজনের। সেই জেরে মঙ্গলবার রাত মসজিদে যাওয়ার সময় সজিব, সাত্তারসহ ৮ থেকে ১০ জান সংঘবদ্ধ হয়ে জাহাঙ্গীর আলমকে মারধর করে গুরুতর আহত করে। 

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।


শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০১