প্রকাশিত: ১১ মার্চ, ২০২৩ ১২:৩৯ (সোমবার)
‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট’র চতুর্থ  কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর চতুর্থ  কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত এ খেলায় চৌধুরী একাদশ শাহসিকন্দরকে ১-০ গোলে হারিয়েছে লালাবাজার ৮ নং ওয়ার্ড  ফুটবল টিম।

প্রত্যেক দিনই দর্শকদের টান টান উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি টিম। এছাড়া প্রতিদিনের খেলার উদ্বোধনী ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন টুর্নামেন্টের আয়োজকরা। 

শুক্রবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ‍্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর পর্দা উঠে। লালাবাজার ইউপি কার্যালয় সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। 

খেলা পরিচালনা করছেন আক্কাস উদ্দিন আক্কাই। সহকারী হিসেবে আছেন কাওছার আহমদ ও গিয়াস উদ্দিন।

লালাবাজার ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে আয়োজিত ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৬