প্রকাশিত: ১২ মার্চ, ২০২৩ ১৮:১৩ (রবিবার)
মাহমুদ উস সামাদ চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট-৩ আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়েছে।
 

শনিবার (১১ই মার্চ) ফেঞ্চুগঞ্জ নুরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে বাদ আছর মাহমুদ উস সামাদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যেগে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
 

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- মরহুমের ভাগিনা লন্ডন প্রবাসী এমরান শিকদার।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি পেশার ও সর্বস্তরের জনসাধারণ। মোনাজাত পরিচালনা করেন দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা মিসবাহ আহমদ।
 

এদিকে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দক্ষিণ সুরমার মোগলাবাজার জামে মসজিদে বাদ মাগরিব, নগরীর টার্মিনাল রোডে ফেমাস মার্কেট মসজিদে উপজেলা যুবলীগের উদ্যেগে বাদ আছর ও ফেঞ্চুগঞ্জ যুবলীগের উদ্যেগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
 

এছাড়াও বিভিন্ন মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
 

২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে গত শুক্রবার কুরআন খতম ও বিভিন্ন মসজিদে শিরনী বিতরণ করা হয়।মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ কবর জিয়ারত করেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২