প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩ ১২:৫৩ (রবিবার)
সিসিকের ৩০নং ওয়ার্ডের ‘আনন্দ ভ্রমণ’

১১ মার্চ। শিববাড়ি বাজার। আকর্ষণীয় পর্যটন স্পট জাফলংয়ের উদ্দেশে গাড়ি ছাড়বে সকাল সাড়ে নয়টায়। কিন্তু আটটা থেকেই আসছিলেন একেকজন। সবার মধ্যে উৎসাহ, উদ্দীপনা। হবেই না কেন! এ যে আনন্দ ভ্রমণ! এ যেন ৩০নং ওয়ার্ডের মিলনমেলা!

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩০নং ওয়ার্ড গঠিত হয়েছে গেল বছর। ওয়ার্ড হিসেবে এটি নবীন হলেও এখানকার বাসিন্দাদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু ‘প্রবীণ’! অর্থাৎ, ওয়ার্ডবাসীদের সবার মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বহু পুরনো।

এই হৃদ্যতাকে আরও বাড়িয়ে নিতে গত ১১ মার্চ, শনিবার আয়োজন করা হয় আনন্দ ভ্রমণের।

সেদিন সকাল সাড়ে নয়টায় দক্ষিণ সুরমার শিববাড়ি বাজার থেকে জাফলংয়ের উদ্দেশে গাড়ি ছাড়ে। হৈ-হুল্লোড়, গানে গানে গাড়ি পৌঁছে যায় গন্তব্যে।

এরপর জাফলংয়ের মনোমুগ্ধকর সৌন্দর্যে বিমোহিত হওয়ার পালা। গল্প, আড্ডাবাজি, ছবি তোলা সব চলে একসাথে।

এই আনন্দ ভ্রমণে সঙ্গী ছিলেন এডভোকেট মকসুদ আহমদ, মো.আব্দুল মন্নান, শিশু মিয়া, রশিদ আহমদ, সাজু আহমদ, মিছবাহ আহমদ, রুনু আহমদ, আব্দুল কুদ্দুস, আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, জাফর আহমদ, সুমন আহমদ, দিলওয়ার হোসেন, সামাদ আহমদ, জুবেল মিয়া, আশিক আহমদ, সুজন আহমদ, শামিম আহমদ, শাহজাহান আহমদ, জুনেদ আহমদ, মুজিব মিয়া, সাজ্জাদ হোসেন, আলমগীর হোসেন, বদরুল হোসেন, রুমন আহমদ, বাবলু আহমদ, সুজন আহমদ, রুবেল হোসেন, টুটুল, তারেক আহমদ, সুয়েদ আহমদ, তানভীর আহমদ, মাসুদ আহমদ, নিরু, তাহিম আহমদ, ইমন আহমদ, আল-আমীন আহমদ, সাইফ আলী, মানিকুর রহমান মানিক ও সাব্বির আহমদ।

আনন্দ-আড্ডায় দিনভর জাফলংয়ে কাটিয়ে বিকেলে আসা হয় আরেক পর্যটন স্পট শ্রীপুরে। সেখানে ছিল ভিন্ন আবহ। সবার মধ্যে টান টান উত্তেজনা- কে পাবে র‌্যাফেল ড্রতে উপহার! সবার ব্যাপক আগ্রহের মধ্য দিয়ে র‌্যাফেল ড্র হয়, পনেরোজন পান বিশেষ উপহার।

এরপর ঘরে ফেরার পালা। সবার চোখেমুখে তখন তৃপ্তির ঝলক। ৩০নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যকার সুসম্পর্ক এই আনন্দ ভ্রমণ আরও মজবুত করেছে বলে অভিমত সবার।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে