প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩ ১৯:৪৯ (সোমবার)
সিলেটে ৩ দিনব্যাপি ‘কথন সাংস্কৃতিক উৎসব’র দ্বিতীয় দিন 

সিলেটে ৩ দিনব্যাপি ‘কথন সাংস্কৃতিক উৎসব’র দ্বিতীয় দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
 

সোমবার (১৩ মার্চ) বিকেল ৫ টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম মুক্ত প্রাঙ্গণে কথন আবৃত্তি সংসদ এর আয়োজনে এবং জেলা প্রশাসন সিলেট ও জেলা পরিষদের সহযোগিতায় এ উৎসব চলছে।
 

কথন আবৃত্তি সংসদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জেলা কালচার অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম—(বার), পিপিএম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজত কান্তি গুপ্ত।
 

আবৃত্তিশিল্পী নাফিসা তানজিন ও রেজাউল করিম রাব্বির  সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় দিনে যাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তারা হলেন- সংগীত শিল্পী ধরনী কান্ত দাস, আবৃত্তি শিল্পী ফারহানা সুলতানা লাকী, সংগীত শিল্পী রাজীব দে চৌধুরী, শেখ মাহজাবিন তারানা স্নেহা, শান্তনা দেবীর পরিচালনায় একাডেমি ফর মনিপুরী কালচারাল এন্ড আর্ট, সংগীত শিল্পী সুদীপ্তা পাল শাওলী, মনোজ ভট্টাচার্য এর পরিচালনায় সুরের ভুবন, সংগীত শিল্পী গৌতম চক্রবর্তী, অরুন কান্তি তালুকদারের পরিচালনায় নবারুণ সংগীত বিদ্যালয়, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান, রবিউল আউয়াল রবির পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমির নৃত্য সাধারণ বিভাগ, আবৃত্তি শিল্পী নাজমা পারভিন, বিমল করের পরিচালনায় মুক্তাক্ষর সিলেট, নৃপেন্দ্র দাসের পরিচালনায় অনির্বাণ শিল্পী সংগঠন, রবিউল আউয়াল রবির পরিচালনায় নৃত্যাঞ্জলি সিলেট, সিলেট থিয়েটার বাংলা, সংগীত শিল্পী হিল্লোল শর্মা, ইকবাল সাই ও পুস্পা চৌধুরী।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮