প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩ ২১:০৬ (সোমবার)
না ফেরার দেশে চলে গেলে বিশ্বনাথের আ’লীগ নেতা রউফ, দাফন সম্পন্ন

না ফেরার দেশে চলে গেলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রউফ।
 

রবিবার (১২ মার্চ) দিবাগত ভোর ৪টার দিকে মৃত্যুর সাথে আলিঙ্গন করেন ক্যান্সারে আক্রান্ত আওয়ামী লীগের এই নেতা।

সোমবার (১৩ মার্চ) দুপুর ২টায় নিজ গ্রাম সরুয়ালা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
 

আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, সদালাপি আব্দুর রউফ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের সরুয়ালা গ্রামের মরহুম কনা মিয়ার তৃতীয় সন্তান। মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাতিজা হাফিজ ফারদিন আহমদ ও দোয়া পরিচালনা করেন যুক্তরাজ্য প্রবাসী মুহাদ্দিস মাওলানা আশরাফুর রহমান।

পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় জানাযার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, এম.এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু।
 

মরহুমের জানাযার নামাজে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আব্দুল আজিজ সুমন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য বশির আহমদ, জাবেদ আহমদ, এমদাদ হোসেন নাঈম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা যুবলীগের সদস্য ফজলু মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২৩