প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩ ১০:৫৩ (রবিবার)
জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে সাজিদুর রহমানের মতবিনিময়

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুক জগন্নাথপুর উপজেলার কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন। গতকাল সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাজিদুর রহমান ফারুক তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের চিত্র তুলে ধরে বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বহিবিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি বাংলাদেশকে এখন উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছেন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে চান। আমি স্মার্ট বাংলাদেশের একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করছি। আগামী নির্বাচনে দলের তৃনমুলের পরিক্ষিত কর্মীকে দলীয় মনোনয়নে অগ্রাধিকার দেওয়া হবে। আমি তৃনমূলের একজন পরিক্ষিত কর্মী হিসেবে আশাবাদী আগামীতে এ আসনে দলের মনোনয়ন পাব।’

তিনি বলেন, ‘আমি ছাত্র রাজনীতি থেকে আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। সেলক্ষ্যে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য কাজ করছি। গত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রবাসীদের অর্থায়নে ৪৫ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছি। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর নেতৃত্বে অনেক উন্নয়ন হয়েছে। তারপরও অনেক কাজ অসমাপ্ত রয়েছে। আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করব।’ তিনি প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহেনার মায়ায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। আগামীর বাংলাদেশ গড়তে কাজ করতে চাই। সভায় তার সঙ্গে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সাদিক মিয়া, মুহিত মুনির প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দৈনিক মানবজমিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাব সহসভাপতি তাজউদ্দিন আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি আলী আহমদ। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জুয়েল আহমদ, উত্তর পূর্বের স্টাফ রিপোর্টার আমিনুল হক শিপন, দৈনিক সিলেটের সকাল এর প্রতিনিধি আমিনুল ইসলাম জিলু।

সিলেটভিউ২৪ডটকম/সুনু/আরআই-কে