সিলেট সদর উপজেলার ইউপি নির্বাচনে নাতির কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী বৃদ্ধা আগুন বিবি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল নয়টার দিকে টুকেরবাজার ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। আগুন বিবি ইভিএমে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
সিলেট জেলার দুই উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা গেছে। ইভিএমে ভোট হওয়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সকাল নয়টার দিকে নাতির কোলে চড়ে চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন আগুন বিবি। ভোট দিয়ে কোলে চড়েই তিনি ভোট প্রদান করে বাড়ি ফিরে যান।
সিলেটভিউ২৪ডটকম/শাহীন/পিডি