প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৩ ১৬:৩৬ (শুক্রবার)
মাধবপুরে শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ইং পালিত হয়েছে।
 

শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে এই জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। প্রথমে সকাল ৯টায় উপজেলা পরিষদের চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, মাধবপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধবপুর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
 

পরে সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং শিল্পকলা মঞ্চে শিশুকিশোর সমাবেশ, কেক কাটা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

এ সময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব,স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ইশতিয়াক মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার তোয়াহা, ওসি আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ পারভেজ, শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, তথ্যসেবা কর্মকর্তা মেরিন নাসরিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, যুবলীগ সভাপতি ফারুখ পাঠান, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ অলিদ মিয়া, সেক্রেটারি সাব্বির হাসান, ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি মিজানুর রহমান, শ্রমিকলীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, যুবলীগের সেক্রেটারি আবুল কাসেম, পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু প্রমুখ।
 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৬