প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩ ১৪:০১ (মঙ্গলবার)
সিলেটে হৃদয়ের অভিষেক, ফিরলেন তাসকিন

ছবি: সংগৃহিত।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হয়েছিলেন তৌহিদ হৃদয়। এবার ওয়ানডে অভিষেকও হয়ে গেল এই তরুণের। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে আজ প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের একাদশে জায়গা হয়েছে তার।

বাংলাদেশের হয়ে ওয়ানডে সংস্করণে ১৪০তম ক্রিকেটার তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচে বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ। আজ একাদশে ফিরেছেন এই পেসার।

একাদশে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী ও নাসুম আহমেদ। এ দুজনই সবশেষ ওয়ানডে ম্যাচের স্কোয়াডে ছিলেন না।

আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন মেহেদী হাসান মিরাজ। কাল শুক্রবার অনুশীলনে ফুটবলের আঘাতে মুখ ও চোখে আঘাত পাওয়ায় আজকের ম্যাচে খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের।

একাদশ থেকে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন।

বাংলাদেশের স্কোয়াডে আছেন তিন পেসার, দুই স্পিনার। ইংল্যান্ডের বিপক্ষে ছিল তিন স্পিনার ও দুই পেসার।

এদিকে, আয়ারল্যান্ডের একাদশে ফিরেছেন তাদের নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ও পেসার অ্যান্ড্রু ম্যাকব্রাইন। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচে আইরিশদের দলে ছিলেন না এ দুজন।

আয়ারল্যান্ডের সবশেষ ওয়ানডে একাদশ থেকে মারে কমিন্স ও জশ লিটল বাদ পড়েছেন।

আজ টসে হেরে বাংলাদেশ নামছে ব্যাটিংয়ে।

বাংলাদেশ একাদশ>>
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ>>
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে