প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩ ১৫:২৪ (রবিবার)
বাহরাইনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।


স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন, এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার দেশটির রাজধানী মানামায় স্থানীয় সময় সকাল ৯ টায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানে সূচনা হয়।পরে সবার উপস্থিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,পরাষ্ট্রমন্ত্রী ও পরাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান,প্রথম সচিব ইলিয়াছুর রহমান এবং তৃতীয় সচিব তাছির উদ্দিন।অনুষ্ঠানে দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও বাহররাইনে অবস্থারত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংবাদিকবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী  নিয়ে কবিতা আবৃত্তি করেন বাহরাইন বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা।


পরিশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দেশ ও জাতির শান্তি  কামনায় বিশেষ  দোয়া ও মোনাজাত করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/আশরাফ/ইআ-১৪