প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৩ ২২:০০ (রবিবার)
গোলাপ মিয়াকে জনগণের পাশে থেকে দলের জন্য কাজ করতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, গোয়াইনঘাট উপজেলা শাখার সহসভাপতি ও সিলেট-৪ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী গোলাপ মিয়া। 
 

গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে গণভবনে তিনি সাক্ষাত করেন। সাক্ষাতকালে গোলাপ মিয়ার সাথে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর হোসেইন এমবিই, জুবের আলম ও কয়েকজন ব্রিটিশ এমপি ছিলেন। প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। 

গোলাপ মিয়া জানান, সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট জেলা ও সিলেট-৪ আসনের অন্তর্ভূক্ত গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, উপজেলায় সাংগঠনিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় গোলাপ মিয়া গেল করোনা মহামারি ও বন্যার সময় তিনি কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তা তুলে ধরেন। তাঁর সামাজিক ও মানবিক কর্মকান্ডের বর্ণনা শুনে প্রধানমন্ত্রী প্রশংসা করেন।

আগামী নির্বাচনে গোলাপ মিয়া সিলেট-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনের আগ্রহ ব্যক্ত করলে নির্বাচনী এলাকার জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

প্রসঙ্গত, সিলেট-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে গোলাপ মিয়া দীর্ঘদিন ধরে কাজ করছেন। দলীয় কর্মকান্ডের পাশাপাশি গেল করোনা মহামারি ও বন্যায় তিনি এলাকার মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার মানবিক কর্মকান্ড সর্বমহলে প্রশংসিত হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১২