প্রকাশিত: ২২ মার্চ, ২০২৩ ১৮:৫১ (শনিবার)
খাদ্য মন্ত্রণালয়ের নবম গ্রেডের পরীক্ষার ফল প্রকাশ

খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের নবম গ্রেডের আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী/সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী/সহকারী প্রকৌশলী পদে ৩৩ জন উত্তীর্ণ হয়েছেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও বিস্তারিত তথ্য জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।

গত ২৩ জানুয়ারি আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী/সহকারী প্রকৌশলী পদের প্রার্থীদের চার ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল ও বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। (http://www.bpsc.gov.bd/)

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৮