প্রকাশিত: ২২ মার্চ, ২০২৩ ২০:০৯ (সোমবার)
শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী শনিবার (২৫ মার্চ) ব্যাংকসমূহের প্রধান প্রধান শাখা এবং জেলা ও উপজেলা পর্যায়ের একটি করে শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
 

আজ বুধবার (২২ মার্চ) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৭ মার্চ পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। তবে এই সময়ের মধ্যে কার্যক্রম শেষ করা সম্ভব হবে না তাই আগামী শনিবার (২৫ মার্চ) ব্যাংকসমূহের প্রধান প্রধান শাখা এবং জেলা ও উপজেলা পর্যায়ের একটি করে শাখা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে খোলা রাখা একান্ত প্রয়োজন।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৫