সিলেটের কানাইঘাট উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ মার্চ) সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য উপজেলার মতো কানাইঘাটে ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ও কানাইঘাটকে গৃহহীন-ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপে ১৮টি পরিবারকে জমি সহ গৃহ প্রদান ও ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় গৃহ হস্তান্তর ও ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও উপকার ভোগীদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমদ পলাশ, থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগির আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি জামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম। বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফা, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসর উদ্দিন আহমেদ চৌধুরী, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কানাইঘাট উপজেলায় ৪ ধাপে ৩৭০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে জমি সহ ঘর প্রদানের মাধ্যমে শতভাগ ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করায় প্রধানমন্ত্রীর উপহারের গৃহ নির্মানে যারা জড়িত থেকে সফল ভাবে কাজটি সম্পন্ন করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনবার্সনে যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন তা বিশ্বের ইতিহাসে অন্যান্য নজির স্থাপন করায় প্রধানমন্ত্রীর প্রতি অনুষ্ঠান থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুর/এসডি-২৩