সিলেটের বিশ্বনাথে ‘জালনোট প্রতিরোধে’ জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে বাংলাদেশ ব্যাংক সিলেটের উদ্যোগে ও সোনালী ব্যাংক লিমিটেড বিশ্বনাথ শাখার সহযোগিতায় ওই ওয়ার্কশপ সম্পন্ন হয়।
বিশ্বনাথে সোনালী ব্যাংকের শাখায় ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংক লিমিটেড সিলেটের যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) আবু তাহির মো. হাবিবুল্লাহ।
সোনালী ব্যাংক লিমিটেড বিশ্বনাথ শাখা ব্যবস্থাপক সজল আচার্য্যরে সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার আল-আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংক লিমিটেড সিলেটের সহকারি পরিচালক পার্থ জ্যোতি দে, সোনালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বদরুল আলম, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, সিটি ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন।
এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-৩০