প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৩ ১৯:১৯ (রবিবার)
সদস্যপদ হারানো রাহুলের পাশে দাঁড়ালেন মমতা

ভারতে পার্লামেন্টে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। দেশটির প্রবীণ রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ২০১৯ সালের একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই অযোগ্য ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
 

এক মমতা টুইটে লিখেছেন, ‘গণতন্ত্র নতুন নীচতায় পৌঁছাল। যেখানে ফৌজদারি মামলায় অভিযুক্ত বিজেপি নেতারা মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন, সেখানে বিরোধী নেতাদের বরখাস্ত করা হচ্ছে ভাষণ দেওয়ার অপরাধে!’ এর মধ্য দিয়ে তিক্ততা ভুলে লোকসভা থেকে বরখাস্ত রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন মমতা।

রাহুলকে নিয়ে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। তবে মমতা বা অভিষেক, কেউই রাহুলের নাম নেননি। তবে জোড়া টুইটের সময় দেখে মনে করা হচ্ছে, নাম না করলেও রাহুলের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী এবং দলের সাধারণ সম্পাদক। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৪