প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৩ ২৩:১০ (সোমবার)
রমজানে যাতে মানুষের কষ্ট না হয় সেদিকে নজর রাখছে সরকার : এমপি হাবিব

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন- রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস। এই মাসে মানুষের যাতে কষ্ট না হয় সেই লক্ষ্য কাজ করছে সরকার , নত্য প্রয়োজনীয় জিনিস যাতে মানুষের ক্রয় ক্ষমতার আওতায় থাকে তার জন্য প্রতি নিয়তই  দ্রব্য মূল্যের বাজার মনিটরিং করা হচ্ছে।

তিনি শনিবার (২৫ মার্চ) কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন ,

কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন এর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি , বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব এম এ হাসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ , সহ সভাপতি রাজ্জাক হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম , উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুক আহমদ , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ , দপ্তর সম্পাদক সদরুল ইসলাম , কামাল বাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর